ভর্তি পরীক্ষায় খুবি সম্পর্কিত তথ্য

  © ফাইল ছবি

দেখতে দেখতে এগিয়ে আসছে ২০১৯-২০ সেশনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ। এদিকে দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের টেনশন। তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে নানা ধরণের প্রশ্ন।

কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি ইউনিট, কতটি ডিপার্টমেন্ট কিংবা আসন সংখ্যাই বা কত এসব নিয়ে পরীক্ষার্থীদের আগ্রহের শেষ নেই। তাইতো তাদের এই কৌতূহলের কথা চিন্তা করে দ্যা ডেইলি ক্যাম্পাসের (টিডিসি) পাঠকদের জন্য আজ থাকছে দেশের দক্ষিণবঙ্গে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষায় ইউনিট, ডিসিপ্লিন এবং আসন সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য।

খুবিতে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে দোসরা নভেম্বর থেকে। তিনটি ইউনিটের অধীনে নয়টি স্কুলের আওতায় মোট ২৯ টি ডিসিপ্লিনে সর্বমোট ১২৩৮ টি (মুক্তিযোদ্ধা, উপজাতি, বিকেএসপি কোটাসহ) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে পরীক্ষার্থীরা।

১। এ ইউনিট (মোট সাধারণ আসন ৬৪৫টি)

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল: স্থাপত্য ডিসিপ্লিন - ৪৮; রসায়ন ডিসিপ্লিন – ৪৩; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন – ৩৮; ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন - ৩৮ ; গণিত ডিসিপ্লিন – ৪৮; পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন - ৪৩ ; পরিসংখ্যান ডিসিপ্লিন – ৩৮; নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন - ৩৮ ।

জীব বিজ্ঞান স্কুল: এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন – ৪৩; বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন – ৩৮; এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন – ৫৮; ফিশারিজ এ্যান্ড মেরিন রিসার্চ ডিসিপ্লিন – ৪৩; ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন – ৪৩; ফার্মেসী ডিসিপ্লিন – ৪৩; সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন - ৪৩ ।

২। বি ইউনিট (মোট সাধারণ আসন ৪৩৫টি)

কলা ও মানবিক স্কুল: বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন – ৫৫; ইংরেজি ডিসিপ্লিন – ৫৫; ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন - ৩৮

আইন স্কুল : আইন ও বিচার ডিসিপ্লিন - ৩৮

শিক্ষা ও গবেষণা স্কুল: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট - ২৩

সামাজিক বিজ্ঞান স্কুল: ডেভলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিন – ৪৩; অর্থনীতি ডিসিপ্লিন – ৪৩; গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন – ৩৮; সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন - ৪৮

চারুকলা স্কুল: ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন – ১৮; প্রিন্ট মেকিং ডিসিপ্লিন - ১৮ ; ভাস্কর্য ডিসিপ্লিন - ১৮

৩। সি ইউনিট (মোট সাধারণ আসন ৯১টি)

ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুল: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন – ৫৩; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন - ৩৮

উপরোক্ত সাধারণ আসন ছাড়াও প্রতিটি ডিসিপ্লিনে একটি করে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটা রয়েছে। এছাড়াও প্রতি স্কুল/ইন্সটিটিউটে বিকেএসপি কোটা রয়েছে একটি।


সর্বশেষ সংবাদ