লিও ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হলের ক্যান্টিনে কর্মরত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা লিও ক্লাব। মঙ্গলবার বিকেলে ভাসানী হলের অতিথি কক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাফির সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে ৪০ জনকে ৫০০ টাকা সমপরিমাণ মূল্যের ঈদ সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠান শেষে লিও ক্লাবের উদ্যোগে সাভার বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ঈদের ছুটিতে দেশের ১৫টি জেলায় এক হাজার বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড নাজমুল হাসান তালুকদার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, উপদেষ্টা সহকারী অধ্যাপক কামরুল হাসান, ‘লায়ন্স ক্লাব অব ঢাকা স্প্রীং আশুলিয়া'-সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী, উপদেষ্টা ম-লীর সদস্য ইউসুফ আলী খান, কে এম আকতার হোসেন, মিজানুর রহমান মিজান, মো. মোর্শেদ আলম ভুঁইয়া প্রমুখ।

এসময় অধ্যাপক নাজমুল হাসান তালুকদার লিও ক্লাবের এসব উদ্যোগকে প্রশংসা করে বলেন, ‘আমরা যদি শুরু একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়ে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহের আমাদের সমাজটা সুখি হতো। জন কল্যাণমূলক কাজে আত্মতৃপ্তি পাওয়া যায়।’

তাই সমাজের স্বার্থে এসব কার্যক্রমে সকলকে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।


সর্বশেষ সংবাদ