উচ্চমূল্যের ফরম: রাবিকে উপদেশ দিয়ে ভর্তিচ্ছুর বিদ্রোহী স্ট্যাটাস!

ফরমের উচ্চমূল্য আর বিভাগ পরিবর্তনে জটিল সমীকরণের মারপ্যাঁচে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কে একগুচ্ছ উপদেশ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এক ভর্তিচ্ছু। ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’র পাঠকদের জন্য সে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘হে দারিদ্র রাবি!
তোমার উদ্দেশ্যে কিছু কথা। এটাকে উপদেশ বলেও গ্রহণ করতে পারো। আমরা জানি তুমি দারিদ্রতায় কাতর হয়ে আছো। তোমার অর্থের খুব প্রয়োজন। কিন্তু তুমি এই অর্থটা যে উপায়ে উপার্জন করতে যাচ্ছো তা মোটেও ভালো না। গরিব স্টুডেন্ট এর স্বপ্ন ভেঙে এমন ছোট লোকের মতো আচরণ করা তোমার ঠিক হচ্ছে না।
একটা স্টুডেন্ট রাতদিন পড়াশুনে করে। ঘুমানোর আগে তোমার ক্যাম্পাসে নিজেকে কল্পনা করে ঘুমাতে যায়। তোমার ক্যাম্পাসে নিজেকে দেখতে চায়। আর এটাই কি তার দোষ? যার জন্য ১৯৪০ টাকা ফরম এর ফি ধরেছো?? পড়াশুনা করে তোমরা ডাকাতিটাই শিখেছো। মানুষ হতে পারলে না।’

হে মানুসিক রুগী রাবি!
আমরা বুঝে গেছি তোমাদের বুদ্ধি দিন দিন হ্রাস পাচ্ছে। তোমাদের অবসর নেওয়ার সময় হয়েছে। কারণ তোমাদের প্রতিটা সিদ্ধান্ত বড়ই হাস্যকর। তোমরা ‘গ্রুপ পরিবর্তন’ বলে কোনো ইউনিট রাখলে না। বললে যে নিজ ইউনিটেই সবাইকে পরীক্ষা দিতে হবে। তবে অন্য ইউনিটের বিষয় চাইলে পড়তে পারবে। আচ্ছা তোমাদের কি মাথায় গোবর আছে? কোনো নূন্যতম বুদ্ধি তো মাথায় থাকা দরকার। একটা স্টুডেন্ট এতটা তোমাদের মতো গাধা হয় নাই যে সে এত কষ্ট করে বিজ্ঞানের প্রশ্নে পরীক্ষা দিয়ে মানবিক বিভাগের বিষয় পড়বে। তোমাদের মাথায় কেন এই বিষয়টা ঢুকতেছে না আমি বুঝতেছি না। তোমাদের আচরণে ‘বিড়াল’ প্রবন্ধের সেই মার্জারীর কথাটা মনে পরে গেল ‘বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না।’

হে স্বপ্ন চোর রাবি!
অন্যের জীবন নিয়ে খেলা বন্ধ করো। অনেক হইছে। এখন ঢাবির মতো আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট দাও। যেখানে আমরা (বাংলা+ইংরেজী +সাধারণ জ্ঞান) পড়ে পরীক্ষা দিতে পারবো। মনে রেখ ‘অন্যের স্বপ্ন নষ্ট করে কেউ সুখী হতে পারে না। স্টুডেন্ট এর অভিশাপে তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। অন্যের মনে কষ্ট দিয়ে যতই ইবাদাত করো আর হজ্ব করো কোনো লাভ হবে না। কারণ বান্দার সাথেকার পাপ আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না ঐ বান্দা তাকে ক্ষমা না করে। তাই বলতেছি বুঝে শুনে সিদ্ধান্ত নাও।

আমাদের দাবি শুধু ২টা।
(১) বিভাগ পরিবর্তন ইউনিট চাই। যেখানে বাংলা,ইংরেজি,সাধারণ জ্ঞান পড়ে সকল বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে।
(২) চূড়ান্ত ফি ১৯৪০ টাকা এটা কমাও। গরিবদের পড়ার সুযোগ দাও।
আমাদের দাবি মানতে হবে।


সর্বশেষ সংবাদ