১০ দিনের ছুটিতে চবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছুটি শুরু হবে আগামী ১১ আগস্ট (রবিবার)। এরমধ্যে ১৫ আগষ্ট শোকদিবসের ছুটিসহ ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম।

ঈদের ছুটিতেও যথারীতি খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ। বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

নিয়ম অনুযায়ী আগামী রবিবার থেকে ছুটি গননা শুরু হলেও বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাস ছাড়বে শিক্ষার্থীরা। তাই দুই দিনের বাড়তি ছুটিও কাটাবে সকলে। ইতোমধ্যেই বাড়ির সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই ক্যাম্পাস ছেড়েছে। ইতোমধ্যেই খাবারের ক্যান্টিনের পাশাপাশি বিভিন্ন অনুষদের ঝুপড়িগুলোতেও শিক্ষার্থীদের ভিড় কমেছে। তাই ঈদের ছুটির ছাপও দৃশ্যমান।

এদিকে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী।


সর্বশেষ সংবাদ