ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  © সংগৃহীত

দেশের সব স্থানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয় প্রকোপ আকার ধারণ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতেও আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে ব্যাবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মেডিকেলে দায়িত্বরত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এক মিটিং এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারের এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মু ফারুক উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কয়েকটি প্রদক্ষেপ নেয়া হয়। তিনি বলেন, সকল দপ্তর, বিভাগসমূহ এবং হলগুলোতে স্বাস্থ্য সতর্ক বার্তা পৌঁছিয়ে দেয়া হবে, ডেঙ্গু আক্রান্তদের বিশেষ চিকিৎসা দেয়ার জন্য ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করা হবে, সম্পূর্ণ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বিভাগের অভিযান চালানো হবে এবং সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধি করা হবে

তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক হেলথ বিভাগের সহযোগিতা চাওয়া হয় ।


সর্বশেষ সংবাদ