জাকসু নিবার্চনের প্রস্তুতি সভা

  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)’র নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাকসুর গঠনতন্ত্র সংক্রান্ত পর্যালোচনা করা হয়। এছাড়া ক্যাম্পাসে বিদ্যমান ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাদাভাবে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ জুলাই কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক ড. আকবার হোসেন, অধ্যাপক ড. সোহেল আহমেদ, আয়শা সিদ্দিকা, আনিছা পারভীন, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, মাহমুদুর রহমান এবং সদস্য সচিব আবদুস সালাম মিঞা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৮ জুন (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের চাপের মুখে জাকসু নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ