পা দিয়ে লিখেই এইচএসসি পাশ

  © সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধকতা যে কোন বাধা নয় এটিই প্রমাণ করে দিলেন সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার হতদারিদ্র অদম্য মেধাবী নীলা খাতুন। পা দিয়ে লিখেই এবারের এইচএসসি (আলিম) পরীক্ষায় কামারখন্দ ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৩.৮৬ পেয়েছে এই শিক্ষার্থী।

নীলা উপজেলার ঝাঐল ইউনিয়নের চর বড়ধুল গ্রামের গরীব কৃষক ওসমান গণীর মেয়ে। তার দুটি হাত থাকলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। এর আগে নীলা পা দিয়ে লিখে ২০১৭ সালে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৩.৭০। লেখাপড়া করে একজন সরকারি চাকরিজীবী হতে চায় নীলা।

নীলার বড় ভাই শামীম বলেন, ছোট থেকেই নীলা লেখা পড়া করতে খুবই আগ্রহী। আমরা খুব কষ্ট করে নীলাকে লেখাপড়া করিয়েছি।

কামারখন্দ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম জানান, লেখাপড়ায় নীলার প্রবল ই”ছা শক্তি রয়েছে। সে নিয়মিত ক্লাস করে লেখাপড়ায় অনেক ভাল। তার হাতের লেখাও খুব সুন্দর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নীলা পা দিয়ে লিখে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাকে জীবন সংগ্রামে জয়ী মেয়েই বলা চলে। আমরা আশা রাখি তার এই সংগ্রামের মাধ্যমে সে তার জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। লেখাপড়া করতে যদি তার প্রশাসনের কোন সহায়তা প্রয়োজন হয় তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।


সর্বশেষ সংবাদ