গুজবের গণপিটুনিতে নিরীহ নারীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

  © টিডিসি ফটো

রাজধানীর উত্তর বাড্ডায় কল্লা কাটা গুজবে গণপিটুনির শিকার তাসলিমা বেগম রেনু নামের এক নিরীহ নারীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অমর একুশ ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আশিক মাহমুদ সোহান বলেন, ‘সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোকে কেন্দ্র করে সাধারণ মানুষকে গণপিটুনির মাধ্যমে মেরে ফেলা হচ্ছে। কয়েকদিন আগে রাজধানীর উত্তর বাড্ডায় মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে আসলে ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে স্কুলের প্রধান শিক্ষকের রুম থেকে মাকে টেনে হিচড়ে বের করে পিটিয়ে মেরে ফেলা হয়।’

মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে প্রশাসনের আওতায় আনার আহবান এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।


সর্বশেষ সংবাদ