রাবির ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে শিক্ষক নিয়োগের নীতিমালা কেন অবৈধ নয়, তার জবাব আগামী চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

গেল ১৪ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞার আদেশ দেন। পরে নিষেধাজ্ঞা আদেশের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

হাইকোর্ট থেকে পাঠানো এই আদেশ থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যে নীতিমালা ছিল, সেই নীতিমালা বর্তমান প্রশাসন দায়িত্বে এসে পরিবর্তন করে। নতুন নীতিমালায় স্নাতকে সিজিপিএ কমিয়ে আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের জন্য গেল বছরের ৬ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে অবৈধ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বিভাগের কয়েকজন শিক্ষক এবং গেল সাত জুলাই রিটের শুনানি অনুষ্ঠিত হয়। পরে গেল ১৪ জুলাই শুনানির রায় ঘোষণা করা হয়।

তবে হাইকোর্ট থেকে পাঠানো কোনও নোটিশ এখনও বিশ্ববিদ্যালয়ে আসেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহরা।


সর্বশেষ সংবাদ