মাদকমুক্ত করাসহ পাঁচ দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সস্পূর্ন মাদকমুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য রবাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট এই স্মারকলিপি দেন তারা।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান কোষাধ্যক্ষ ড. অধ্যাপক সেলিম তোহা, ছাত্রলীগ ইবি শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক আর আই রাকিবসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায় শহীদ জিয়াউর রহমান হলের নাম থেকে শহীদ বাদ দেওয়া, ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে একজন মনোবিজ্ঞানী নিয়োগ করা ও ক্যাম্পাসে একটি মানসম্পন্ন সুইমিং পুল নির্মাণের দাবি জানায় ছাত্রলীগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ‘দাবিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একমত। এগুলো জন্য অতি দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ