বেরোবিতে বিআরইউডিএফের ক্যারিয়ার বিষয়ক সেমিনার

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) এর আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এ রসায়ন বিভাগের গ্যালারী রুমে। সেমিনারটি উদ্বোধন করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রিফাত প্রান্তের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদা। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য ক্যারিয়ার বিষয়ক অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন উদ্বোধক আপেল মাহমুদ।

অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন বিআরইউডিএফ এর সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তমা। অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ