জিবিএস ভাইরাসে আক্রান্ত ববি শিক্ষার্থী হাদীউজ্জামান বাঁচতে চায়

  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী গাজী হাদীউজজ্জামান সম্প্রতি গুলেন বারি সিনড্রোম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাদীউজজ্জামানের শেষ আশা তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবেন।

গাজী হাদীউজজ্জামান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় বাধন ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক।

অসুস্থতার আগে হাদীউজজ্জামান নিজেই একজন সমাজকর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাধন ইউনিটসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেন। আজ তিনিই মানবিক সহায়তার জন্য মানবিক সেই সমাজেরই দ্বারস্থ হয়েছেন।

তার সামাজিক কাজ-কর্মের মধ্যে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অসচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহসহ শীতার্তদের শীতের পোশাক বিতরণ উল্লেখযোগ্য।

পরোপকারি মেধাবী এ শিক্ষার্থী আজ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি বর্তমানে রাজধানী ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাদীউজজ্জামানের ভাইরাস ইনফেকশনে শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। যার চিকিৎসা শরীরের রক্ত পরিবর্তন করা। ১৬ ব্যাগ ও নেগেটিভ (O-) রক্ত প্রয়োজন ছিলো, যা ম্যানেজও হয়েছিল। কিন্তু তাঁর শরীরে অ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারণে দায়িত্বরত ডাক্তার শুক্রবার সকাল ১১টায় জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।

এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন। ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে। প্রতিটি ভ্যাকসিনের মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। সর্বমোট প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার প্রয়োজন। যার সম্পূর্ণ ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

গাজী হাদীউজজ্জামানের বাবা আড়াই বছর বয়সে তাকে রেখে মারা যান। বাবার মৃত্যুতে হাদীউজ্জামানের পরিবারে অসচ্ছলতা বাসা বাঁধতে শুরু করে। আত্মীয়স্বজনদের সহায়তায় পড়াশোনা করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায় তাঁর অসচ্ছল পরিবারের পক্ষে এতো টাকা বহন করা সম্ভব নয়।

হাদী আবারও বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফিরে আসার করুণ আকুতি জানিয়ে বলেছেন, ‘সমাজের সকলের দোয়া ও সহযোগিতা পেলে ববির সবুজ ক্যাম্পাসে ফিরে যেতে পারবো।’

আর্থিক অসচ্ছলতার কারণে হাদীউজ্জামানের চিকিৎসা সেবা যাতে করে বিঘ্নিত না হয় সেজন্য ক্যাম্পাসে তার বন্ধ-বান্ধব মিলে চিকিৎসা ফান্ড গঠন করেছে। তার চিকিৎসার জন্য সমাজের উচ্চবিত্ত-দানশীল ব্যক্তিবর্গের নিকট পরিবার ও বন্ধ-বান্ধব থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। হাদীউজ্জামানকে সহযোগিতা করতে নিচের মাধ্যম গুলো অনুসরণ করতে বলা হয়েছে।

আর্থিক সহযোগিতার জন্য:
১। বাকী বিল্লাহ: 01980752106 (বিকাশ
২। ছাকিব: 01622425606 (বিকাশ)
৩। তাহসিনা: 017090142949 (রকেট)
৪। সানজিদা: 015152818893 (রকেট)

যোগাযোগ:
১। আনোয়ার (রোগীর মামা): 01716-971053
২। মেরিনা: +8801641463039
৩। তৌফিক ওমর: +8801706944677 (বাঁধন সভাপতি, ববি)
৪। বাহউদ্দিন আবির: +8801837941538
৫। সাগর আহমেদ: +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্য: +8801777047979
৭। ফারজানা ফেরদৌস: +8801701736125
৮। মুজাহিদ তিমু: +88001771933271 (বাঁধন সাবেক সভাপতি, ববি)
৯। ওয়াহিদুল ইসলাম: +8801949229519 (বাঁধন, কেন্দ্রীয় উপদেষ্টা ববি)


সর্বশেষ সংবাদ