ইবির পরিবহন পুলে যোগ হলো নতুন গাড়ি

ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন
ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন   © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে নতুন চারটি গাড়ি যুক্ত করা হয়েছে। সোমবার দুপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ফিতা কেটে গাড়ি চারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সূত্রে জানা যায়, পরিবহন অফিস আরো বেশি স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ২টি এসি মিনি কোস্টার, ১টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এই গাড়ি চারটির মধ্যে এসি কোস্টার দুইটির একটি শিক্ষক ও একটি কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘প্রায় দুই কোটি ২০ লাখ ৭১ হাজার টাকায় নতুন চারটি গাড়ি ক্রয় করা হয়েছে। এর মধ্যে ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যে একটি এ্যাম্বুলেন্স, প্রতিটি ৬৭ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যে দুটি এসি মিনি কোস্টার এবং ৪২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যে একটি হাইয়েচ মাইক্রো রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে ৮টি নতুন গাড়ি যুক্ত হয়েছে। আরো দুইটি বড় বাস (হিনো) শিক্ষার্থীদের জন্য অতি শীঘ্রই পরিবহন পুলে যুক্ত হবে বলে আশা করছি।’


সর্বশেষ সংবাদ