চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কনটেস্ট শুরু ২০ জুন

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আগামী ২০শে জুন থেকে ১৫ই জুলাই আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কনটেস্ট।

ডেটা অথবা তথ্যের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ইনফোগ্রাফির প্রেজেন্টেশন নিয়েই সাজানো হয়েছে এই আয়োজনটি। এই প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে: ১. মেট্রো রেইল প্রজেক্ট, ২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩. পদ্মা পাথওয়ে।

এছাড়া প্রত্যেক দলে দুইজন করে সদস্য থাকবেন।দলের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের হতে পারবে।

ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, নকআউট পর্ব এবং গ্র্যান্ড ফিনাল এই তিনটি ধাপে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। এর মধ্যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ধাপটি কোনো রেজিষ্ট্রেশন ফি ছাড়াই অনলাইনে সম্পন্ন হবে। তবে এই ধাপে উত্তীর্ণদের মধ্যে যারা পরবর্তী ধাপে অংশগ্রহণ করবে, তাদের জন্যই কেবল রেজিষ্ট্রেশন ফি প্রযোজ্য হবে।

এতে অংশগ্রহণের এর শেষ তারিখ ২০শে জুন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি টিমের রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

রেজিষ্ট্রেশন লিংকঃ  এখানে ক্লিক করুন।

ইভেন্ট লিংকঃ এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ