কাল থেকে চলবে চবির শাটল ট্রেন, ক্লাস শুরু রবিবার

  © টিডিসি ফটো

দীর্ঘ ৩৫ দিনের ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম। তবে ঘোষণা অনুযায়ী ১২ মে থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি শেষ হওয়ায় শুক্রবার থেকেই বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমুট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

এদিকে বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩৫ দিনের ছুটি শেষে ইতোমধ্যে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের পদচারণায় নিষ্প্রাণ ক্যাম্পাসে আবারও প্রাণ সঞ্চার হচ্ছে।

এছাড়া ১৬ জুন থেকে শুরু হবে ক্লাস ও পূর্ব নির্ধারিত পরীক্ষা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমু ট্রেন চলাচল করবে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন।


সর্বশেষ সংবাদ