চবির ৩১ দিনের ছুটিতে মিলবে ৪ দিন বোনাস

ছুটি কাটাতে কার না ভালো লাগে! আর লম্বা ছুটিতে যদি মিলে চারদিনের বোনাস ছুটি। বুঝা যাচ্ছে মনে মনে কত আনন্দের চিত্র অংকন করে রেখেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। সেই উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটির দিন-তারিখ ইতোমধ্যে ঘোষণা দিতে শুরু করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনও পবিত্র রমজান, শব-ই ক্বদর, ঈদ- উল ফিতর এবং বর্ষাকালীন ছুটি উপলক্ষে ৩১ দিনের লম্বা ছুটি ঘোষণা করেছে। আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত চবি বন্ধ থাকবে। কিন্তু ছুটি শুরু হওয়ার আগের দুইদিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) এবং একইভাবে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম চালু হবে ১৬ জুন রোববার। তাই কাকতালীয়ভাবে ৪ দিনের বোনাস ছুটিও পাচ্ছে শিক্ষার্থীরা। মিলবে ৩৫ দিনের লম্বা ছুটি।

তবে ছুটি চলাকালীন আবাসিক হলগুলো খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধের শিডিউল অনুযায়ী চলাচল করবে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন আগামী ১২ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ থাকবে। তবে অফিস এখনই বন্ধ হচ্ছে না। পাশাপাশি ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধের দিনের শিডিউল অনুযায়ী চলবে।


সর্বশেষ সংবাদ