জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে ৫টি নতুন বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি দ্বিতলবাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭৯তম সিন্ডিকট সভায় এ জন্য ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৮তম অর্থ কমিটির সভায় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাঁচটি দ্বিতলবাস কেনার আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করা হয়। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৪টি একতলা বাস ও বিআরটিসি থেকে ভাড়া নেয়া ১২টি দ্বিতল বাস বিভিন্ন রুটে চলাচল করছে। শিক্ষার্থীদের অধিকতর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও পরিবহণ সুবিধা দেয়া হচ্ছে। 

এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে শিগগিরই আরও তিনটি নতুন একতলা বাস পরিবহণে যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ