আবরার হত্যা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন

  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ড ভ্যালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে আবরার হত্যায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল আবরার হত্যার প্রতিবাদ জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এ সময় শিক্ষার্থীরা আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শফি আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, কত পৈশাচিক হলে এভাবে দফায় দফায় মারধর করে একজন মানুষকে মেরে ফেলা যায়! আমরা সবাই দ্রুত সময়ের মধ্যে আমাদের ভাই আবরারের খুনিদের বিচার চাই।

সৌমিক সাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, মেধা মানুষের পরিচয় নয়, বরং মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পরিবার। পারিবারিক শিক্ষার অভাবেই মূল্যবোধের অবক্ষয় ঘটে। আবরারের হত্যাকাণ্ডের কারণ যাই হোক, আসামিদের পারিবারিক শিক্ষার অভাব ছিল বলে আমরা মনে করি। আমরা এ হত্যার বিচার চাই।

 

প্রশান্ত বিশ্বাস নামের আরেক শিক্ষার্থী বলেন, শুধু রাজনৈতিক কারণে একজন মেধাবী ছাত্র এভাবে ঝরে পড়তে পারে না। দ্রুততম সময়ে আমরা এর বিচার কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চুক্তি নিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের কারণ জানতে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিয়ে আবরারকে বেধরক পেটানো হয়। শনিবার দিবাগত রাত দুইটার দিকে শেরেবাংলা হলে একতলায় এবং দ্বিতীয় তলার মাঝখানের ফাঁকা জায়গায় আবরার ফাহাদের নিথরদেহ পড়ে থাকতে দেখা যায়। হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ