নভেম্বরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এছাড়াও অক্টোবরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করার পরিকল্পনা করছে কর্ম কমিশন।

শনিবার (৫ অক্টোবর) ৪০তম বিসিএস বিষয়ে গণমাধ্যমকে পিএসসি চেয়ারম্যান জানান, ‘৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই। আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি। এই লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একইসঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হবে।’

৪০ তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯ শ ৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে। এবার নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য উত্তীর্ণদেরকে বসতে হবে লিখিত পরীক্ষায়।

পিএসসির রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরিপ্রার্থীর আবেদন করেন ৪০তম বিসিএসে। এই বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত সংখ্যক আবেদন আগে কখনও জমা পড়েনি।


সর্বশেষ সংবাদ