নন ক্যাডার পদে ৯৯ জনকে সুপারিশ পিএসসির

  © ফাইল ফটো

৩৭তম বিসিএস উর্ত্তীদের মধ্যে থেকে আরো ৯৯ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার সুপারিশের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সুপারিশকৃতদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে সহকারী সার্জন পদে ১২ জন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জনসহ সর্বমোট ২১ ক্যাটাগরির ৯৯টি পদে সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি।

এর আগে ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সব মিলিয়ে ৩৭তম বিসিএস থেকে ৬৭৭ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

সুপারিশের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ