ঈদের আগেই ৩৭তম বিসিএস নন-ক্যাডারের তালিকা

ঈদের আগেই সুখবর পাচ্ছেন ৩৭তম বিসিএস নন-ক্যাডাররা। প্রথম শ্রেনীর দ্বিতীয় তালিকা ঈদের আগে প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। গত ১৩ মার্চ ৫৭৮জনকে প্রথম শ্রেনীর পদে নিয়োগের সুপারিশের পর আবারও দ্বিতীয় তালিকাটি প্রকাশিত হচ্ছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল, সদ্য প্রকাশিত ৩৯তম বিসিএসের ফল এবং ৪০তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ নিয়ে পিএসসির সংশ্লিষ্ট সবাই ব্যস্ত সময় পার করছেন। তারপরও ঈদের আগে ৩৭তম বিসিএস নন-ক্যাডারের দ্বিতীয় তালিকা প্রকাশ করতে কাজ চলছে।  

২০১৮ সালের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ক্যাডার ১ হাজার ৩১৪ জন ক্যাডার পান। বাকী ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, নন-ক্যাডারে আবেদনকারীদের বেশিরভাগ এবার চাকরি পেতে পারেন। অপেক্ষামান প্রার্থীদের চাকরি লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

পড়ুন: ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি আগস্টে, শূণ্য পদ ২ হাজার ১৩৫

পড়ুন: সামনে মাসেই ৪০তম প্রিলি ও ৩৮তম লিখিত ফল


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence