শিক্ষার্থীদের অনলাইন আন্দোলনে প্রক্টরের অডিও নিয়ে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের একটি অডিও রেকর্ড নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সেমিস্টার ফি ৫০ শতাংশ ওয়েভার কমানোসহ চার দফা দাবিতে অনলাইন ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। অনলাইনে চলমান আন্দোলনকে একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে দাবি শিক্ষার্থীদের।

অভিযোগ রয়েছে, সম্প্রতি এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আইআইইউসি ক্যাম্পাসের একটি ফেসবুক গ্রুপে ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী ইইই বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইসলাম ডলার বিশ্বদ্যিালয়ের প্রক্টরকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেয়। পোস্টের সঙ্গে শেয়ার করে একটি অডিও রেকর্ড। সেই অডিও রেকর্ডে প্রক্টর মোস্তফা মুনির চৌধুরীর কন্ঠস্বর ছিল।

কথোপকথনের রেকর্ডটি একজনকে বলতে শোনা যাচ্ছে— ‘এভাবে তোমরা দাবিগুলো করতে থাকো এবং ক্লাসগুলো চলমান রাখো। বিশ্ববিদ্যালয় তোমাদের রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে। এর কাজ সম্পন্ন করো। কোন কিছু বাধা তৈরি করে কিংবা এরকম বিশৃঙ্খলা করে দাবি আদায় হয় না। পজিটিভলি নিতে হয়। দুনিয়াটাই হচ্ছে এরকম।’

‘মানুষের কাছ থেকে কিছু পেতে কিছু প্রশংসা করতে হয়। তোমরা গালিগালাজ করে কিছু পেতে পারে না। দুনিয়ার নিয়মও কিন্তু এরকম না। আল্লাহর কাছেও এরকম নিয়ম না।’

অডিও রেকর্ডটির ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা মুনির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা ফোনালাপ ছিল না। এটা মিটিংয়ের অংশ ছিল। আমি সুন্দরভাবে শিক্ষার্থীদের বুঝিয়েছি। অনেকে এটাকে খারাপভাবে উপস্থাপন করেছে।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘প্রক্টর স্যারের কথাকে বিকৃত করার প্রতিবাদ করার কারণে আমাকে মেসেঞ্জারে হুমকি দেওয়া হয়েছে। প্রক্টর স্যার ও বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধাচরণ করে কি কোন সমাধান পাওয়া যাবে? উল্টো আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

আরেক শিক্ষার্থী বলেন ‘শিক্ষার্থীরা মূলত ওয়েভারসহ চার দফা দাবিতে আন্দোলন করছে। কিন্তু সুকৌশলে একটি মহল এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা চায় চার দফা দাবি আদায় করতে। কিন্তু এরকম হলে কোন কিছু বাস্তবায়ন করা যাবে না।’

জানা গেছে, গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও চারদফা দাবিতে অনলাইন ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এর আগে চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রক্টরের অডিও


সর্বশেষ সংবাদ