আইইউবিএটির সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ভার্চুয়াল পরিচিতি পর্ব

আইইউবিএটির ক্যাম্পাস
আইইউবিএটির ক্যাম্পাস  © ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার-২০২০ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক রুলস, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো.মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, বিজনেসের ডিন প্রফেসর ড.খায়ের জাহান সোগরা, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যান্য অধ্যাপগণ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। এছাড়াও করোনার প্রভাব কমলেই সরকারি সিদ্ধান্ত মেনেই প্রিয় ক্যাম্পাসে নিয়মিত ক্লাস হবে বলে শিক্ষার্থীদের অবহিত করেন।

আইইউবিএটির সহকারী অধ্যাপক কানিজ কাকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় ডিন, চেয়ার, কো অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে বিবিএ,সিভিল ইঞ্জিনিয়ারিং,কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ প্রোগ্রামে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে অনলাইনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে আইইউবিএটির সামার ২০২০ সেমিস্টারের নিয়মিত অনলাইন ক্লাস শুরু হবে।


সর্বশেষ সংবাদ