অধ্যাপক মিলন ভট্টাচার্য্য পুনরায় ইউল্যাবের ট্রেজারার

  © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ট্রেজারার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য। মঙ্গলবার (২ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও ইউল্যাব’র আচার্যের আনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আ. ন. ম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়।

আগামী চার বছর অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য দায়িত্ব পালন করবেন বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে ২০১৫ সালের ২১ জুন থেকে প্রথম মেয়াদে ওই দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে তার মেয়াদ শেষ হয়। এর আগে ২০১০ সালের ২ মে তিনি ইউল্যাব’র হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে যোগ দেন।

মিলন ভট্টাচার্য অ্যাকাউন্টিংয়ের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ পিএইচডি সম্পন্ন করেন।

ইউল্যাবে যোগ দেওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮ বছর শিক্ষকতা করেন। এরপর প্রিমিয়ার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ