‘নিজেদের প্রচেষ্টাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে’

  © টিডিসি ফটো

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপ-উপাচার্য অধ্যাপক মেহাম্মাদ আলী আজাদী বলেছেন, যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে এসেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তাদেরকেই প্রচেষ্টা চালাতে হবে। স্বপ্ন পূরণে ক্ষতিগ্রস্থ করতে পারে এমন পথগুলো যেমন-মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন উগ্র পন্থা চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে। 

আজ সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সাইন্সের ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

আইআইইউসির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকেনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. শরীফুল হক, ওই কোর্সের কো-অর্ডিনেটর আইয়ুব হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ