৪৮ ঘণ্টার মধ্যে ১৩ দাবি বাস্তবায়ন চায় আইআইইউসি শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ক্লাস রুম সংকট নিরসন, ল্যাবের যন্ত্রপাতি ও বিদ্যমান এসি গুলোতে বিদ্যুৎ সংযোগসহ ১৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এসময় দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন তারা।

গত বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ক্লাবের জিএস-এজিএস সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবিগুলো হলো-
* শ্রেণীকক্ষ, আসন (চেয়ার), ল্যাপটপ সংকট নিরসন।
* ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিদ্যমান এসি গুলোর বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করণ।
* ক্লিনার নিয়োগ ও নামাজের স্থান ওয়াশরুমের উন্নয়ন।
* ক্লাব রুম ও কম্পিউটার।
* ওয়েব মাস্টার নিয়োগ।
* প্রজেক্টর ম্যানেজমেন্ট।
* ক্লাস রুটিনের সময় পর্যালোচনা।
* টি. ই. আর গ্রহণে শিক্ষার্থীদের গোপনীয়তা ও নিরাপত্তা প্রদানের সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করণ।
* ফাইনাল এক্সামের ফলাফল প্রকাশে বিলম্ব রোধ।
* টিআইসিআই ট্রেনিং নিশ্চিতকরণ।
* বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ডিপার্টমেন্ট হতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করণ।
* পরীক্ষা প্রস্তুতির ছুটি (PL) প্রদান ও পরীক্ষার সময় বৃদ্ধি।
* জব ফেয়ারের ব্যবস্থা করণ।

স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। এছাড়া আগামী ১৮ জানুয়ারির মধ্যে ১ থেকে ৬ পর্যন্ত দাবীগুলো বাস্তবায়ন করতে হবে। যন্ত্রপাতি বৃদ্ধির দাবিটি শিক্ষক কমিটি কর্তৃক যন্ত্রপাতির তালিকা প্রদানের ১০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বাকি দাবিগুলো অতিসত্বর বাস্তবায়ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ টিউশন ফি প্রদান থেকে বিরত থেকে তাদের দাবি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ