মানারাতে আইন বিভাগের ২১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) আইন বিভাগের ২১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক জিয়াউর রহমান মুন্সি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নৈতিকতার সহিত মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। আল্লাহ্ আমাদেরকে যেসব নির্দেশনা দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে।’

আর স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী প্রভাষক নাদির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংলিশ বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শিবলু। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ্ হীল গণি, প্রভাষক ব্যারিস্টার তাসনিম ফেরদৌস ও আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বিদায়ী শিক্ষার্থী মাহমুদুল হাসান দিনার বলেন, চার বছরের পড়াশোনায় শিক্ষকদের ভালোবাসা, সিনিয়র-জুনিয়র ছাত্র-ছাত্রীদের স্নেহ-ভালোবাসায় সিক্ত ২১তম ব্যাচ। শিক্ষকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে যত্ন নিয়ে বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে থাকেন। বিদায়ের বেলায় এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত এবং শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করছি।’

এদিকে বিকেলে ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় বিদায়ী অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ