আইইউবিএটির ইইই অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

  © টিডিসি ফটো

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (ইইই) অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এবারের পুনর্মিলনীর স্লোগান ছিল ‘হোম কামিং বা ঘরে ফেরা’।

গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে আইইউবিএটির ক্যাম্পাসে এ মিলনমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব। অনুষ্ঠানে গান, আড্ডা, গল্পে উৎসব মুখর পরিবেশ মুখরিত ছিল গোটা ক্যাম্পাস।

পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে ছুটে আসেন আইইউবিটিয়ানরা। প্রিয় ক্যাম্পাসে সবাই একত্রিত হন প্রাণের উচ্ছ্বাসে। যেন তাদের একটাই পরিচয়- সবাই আইইউবিটিয়ান।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র। এছাড়াও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাণ ফিরে পায় পুরো ক্যাম্পাস।

অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে স্বাগত বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বিশ্বজিৎ সাহা এবং আইইউবিএটি প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রবের সভাপতিত্বে পুনর্মিলনীতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

এরপর অ্যালামনাই মধ্য থেকে একে একে সফলতার গল্প শুনান নুরুজ্জামান ফারুকী, সৈয়দ ওয়াসিফ আহসান, মো. ফাহাদ বিন সাঈদ, মো. নাফিস রহমান, জিয়াদ তানজিম, মো. আব্দুল কায়ুম, একেএম আবু রায়হান, সাদিক শাহরিয়ার হক সিফাত, মো. জামাল মুন্সী, মো. সামিউল ইসলাম চৌধুরী সহ অন্যান্য অ্যালামনাইরা।


সর্বশেষ সংবাদ