বাইউস্টে উদযাপন হল ইইই দিবস

  © টিডিসি ফটো

দিনব্যাপী নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বাইউস্ট) উদযাপিত হল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) দিবস। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য প্রফসের ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন এনডসি, পিএসসি (অব:)। বাইউস্ট ইইই ক্লাব ইইই বিভাগের সহায়তায় দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ প্রতিযোগী তাদের প্রযুক্তিগত ধারণা ও প্রকল্প নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়সমূহ, প্রজেক্ট চ্যাম্পিয়নশীপ, সার্কিট ম্যানিয়া, এলএফআর প্রতিযোগিতা, রোবো রান, রোবো সকার, স্ক্যাভেনজার্স হান্ট। দেশের নব্য প্রযুক্তিবিদদের উৎসাহ প্রদানের জন্য প্রতিবছর এ দিবস পালন করা হয়। এ বছর বসেছে প্রতিযোগিতার তৃতীয় আসর। ইইই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রতিযোগিতা উপভোগ করেন।

বাইউস্ট ছাড়াও আইইউবি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি, বাউয়েট, আইইউটি গাজীপুরসহ ১৩টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিন শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বাইউস্টের উপাচার্য প্রফসের ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন এনডসি, পিএসসি (অব:)। 


সর্বশেষ সংবাদ