ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে উদ্যোক্তা অর্থনীতিতে ভর্তির সুযোগ

  © ফাইল ফটো

উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং উদ্যোক্তা বিষয়ে হাতেকলমে জ্ঞানার্জনে সুযোগ সৃষ্টি করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই)। এ উপলক্ষে ব্যাচেলর অব ইকোনমিক্সে (এন্টারপ্রেনিউশিপ ইকোনমিক্স) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ভর্তিপরীক্ষা ২২ নভেম্বর সকাল ১০ টায় এবং মৌখিক পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এই প্রতিষ্ঠানে এইচএসসি/আলিম/এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ৭.৫০ জিপিএ অর্জনকারীরা মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে হাতেকলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ- উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক- অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। মোবাইল ০১৬১৬৩৯৪৭০৪, সহযোগী অধ্যাপক মিসেস রেহানা পারভীন। মোবাইল ০১৭৪৮৫১১৬৯৮।


সর্বশেষ সংবাদ