আবরার হত্যার বিচার দাবি আইআইইউসি শিক্ষকদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম (আইআইইউসি) শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে বিশ্ব‌বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাম‌নে আইআইইউসি শিক্ষকরা এই মানববন্ধনের আয়োজন করে। এসময় শিক্ষকদের হাতে ভারতবিরোধী আন্দলোনের প্রথম শহীদ আবরার, আর কোন সন্তানকে যেন আঘাত করা না হয়, উই ওয়ান্ট জাস্টিজ আবরার- এরকম লেখা সমৃদ্ধ বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।

শিক্ষকরা বলেন, ক্যাম্পা‌সে ছাত্রের ওপর হামলাকারী‌দের দ্রুত কঠোর শা‌স্তির ব্যবস্থা করা হ‌োক। আবরারের ওপর হামলা কোন মান‌বিক কাজ হ‌তে পা‌রে না। তাছাড়া এটা কোন ছাত্রের কাজও নয়। ছাত্র হি‌সে‌বে সক‌লের মত প্রকা‌শের স্বাধীনতা আছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গায় যে কেউ তার মত পেশ করতে পারে, তার মানে এই নয় যে তাকে হত্যা করতে হবে।

মানববন্ধন থেকে আবরারের হত্যাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।


সর্বশেষ সংবাদ