আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে মশক বিরোধী অভিযান

  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) মশক বিরোধী অভিযান শুরু করেছে রোভার স্কাউট। বুধবার সকালে মশক বিরোধী অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী।

অনুষ্ঠানে ডেঙ্গু সতর্কতামূলক লিফলেট প্রদান করেছে চট্টগ্রাম জেলা রোভার। মশক বিরোধী ঔষধ এবং মেশিন প্রদান করেছে বিশ্ববিদ্যালয় এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। সংগঠন সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি তিন দিন পর পর বিশ্ববিদ্যালয়ে মশক নিধন ঔষধ ছিটানোর হবে।

মশক বিরোধী অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ