মশা তাড়াতে কোমড় বাঁধলেন বিদেশি উপ-উপাচার্য

  © সংগৃহীত

মশা তাড়াতে ফগার মেশিন হাতে কোমড় বেঁধে মাঠে নামলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি উপ-উপাচার্য। ডেঙ্গু নিধনে ফগার মেশিন হাতে ছিটাচ্ছেন মশার ওষুধ। সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব পালন করছেন।

যেখানে মশক নিধনের নামে দেশের বিভিন্ন স্থানে ফটোসেশন চলে সেখানে নিভৃতচারী ওই ভিসির এমন কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে মিলান পাগন বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা ও এর আশপাশ এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছি। শুধু তাই নয় মিরপুর বস্তিতে ১২৫০টি মশারি বিতরণ করেছি। গত রবিবার তিনি ডেঙ্গু নিধনে ওই অভিযান পরিচালনা করেছেন। ওই অভিযানে শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

মিলান পাগন বলেন, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার ওষুধ ছিটানো হয়। তার ক্যাম্পাস এডিস মশামুক্ত বলেও উল্লেখ করেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন কর্মসূচি পরিচালনা করা উচিত বলে মনে করেন তিনি।


সর্বশেষ সংবাদ