প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ এন্ট্রাপ্রেনিউরশিপ প্রদর্শনী

  © টিডিসি ফটো

তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে উত্সাহ যোগাতে চতুর্থবারের মতো ‘এন্ট্রাপ্রেনিউরশিপ এক্সপো’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষিকা নাজিয়া আক্তার রাশমি। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এক্সপোতে অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে উত্সাহ যোগাতেই‘এন্ট্রাপ্রেনিউরশিপ এক্সপো-২০১৯’ এর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় চিন্তা, ধারণা ও পণ্য প্রদর্শন করার একটি অন্যতম প্লাটফর্ম লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য হলো— নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবতার নিরিখে ব্যবসায়িক জ্ঞানার্জন করতে সক্ষম হবে। এক্সপোতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম উপস্থাপনের সুযোগ পাচ্ছে।


সর্বশেষ সংবাদ