ইউজিসি থেকে ইউল্যাবে ফিরলেন অধ্যাপক মান্নান

অধ্যাপক আবদুল মান্নান
অধ্যাপক আবদুল মান্নান

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) পুনরায় যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদ্যবিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ২০১৫ সালে ইউজিসিতে যোগ দেয়ার আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের পাঠদান কাজে নিয়োজিত ছিলেন। গত ৭ মে ইউজিসির চেয়ারম্যান পদে মেয়াদ পূর্ণ করেন তিনি।

সোমবার ধানমন্ডিস্থ ইউল্যাবের ‘এ’ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য। তিনি ইউল্যাবের স্কুল অব বিজনেসে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে পাঠদান করবেন।

এ বিষয়ে অধ্যাপক আবদুল মান্নান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউজিসিতে যোগ দেয়ার আগে ইউল্যাবেই ছিলাম। তাই এখানেই পুনরায় যোগ দিলাম। এখানকার পরিবেশটা আমার ভালো লাগে। ’

এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যবসা ও অর্থনীতি অনুষদের অধ্যাপক ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন এ অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, জাতীয় শিক্ষা নীতি নির্ধারণ কমিটির সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য।

আবদুল মান্নান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগ দেন আবদুল মান্নান। তিনি চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার বাসিন্দা।