সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন করছেন উপাচার্য
ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন করছেন উপাচার্য   © টিডিসি ফটো

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) তেজগাঁওয়ে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে শুক্রবার ‘নবম ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ (ঢাকা দক্ষিণ অঞ্চল)’ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, প্রশিক্ষক অধ্যাপক ড. আরশাদ মোমেন ও এসইইউ’র শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

নিবন্ধিত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ