বৃষ্টি উপেক্ষা করে আইইউবি শিক্ষকদের সমাবেশ

  © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ‘শিক্ষার্থী হত্যা, আটক ও হামলার’ প্রতিবাদে নতুন নতুন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক সমাবেশ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনে কেন গুলি চালানো হলো, কর্মসূচি থেকে সে প্রশ্ন তুলেছেন তারা। একইসঙ্গে আটক শিক্ষার্থীদের মুক্তি ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও দাবি জানিয়েছেন শিক্ষকরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহত হয়েছে দুইশরও বেশে মানুষ। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এছাড়া আন্দোলনের নেতৃত্বে থাকা বেশ কিছু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনের শুরু থেকে শিক্ষকদের পাশে না পেয়ে এক ধরনের হতাশা ছিল শিক্ষার্থীদের মধ্যে। তবে আন্দোলন কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত ও হতাহতের ঘটনা বাড়লে ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) শিক্ষকরা তাদের পাশে এসে দাঁড়ান।

আজ বৃহস্পতিবার দুপুরে ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) ১নং গেটে এই সমাবেশ শুরু হয়। এসময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সারাদেশে কোটা সংস্কারের দাবিতে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই শিক্ষার্থীদের উপর নির্মম হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদের আহত ও নিহত করেছে তাদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করতে হবে। সারাদেশে নিরপরাধ শিক্ষার্থী যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence