উত্তরা ইউনিভার্সিটির উপাচার্যের মা আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার মা আলহাজ্ব ছাবিরা রউফ (৮৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
আজ বুধবার দিবারাত ঢাকার ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও পাঁচ ছেলেসহ বহু আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আলহাজ্ব ছাবিরা রউফের নামাজের জানাজা আজ বাদ যোহর গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব ছাবিরা রউফের মৃত্যুতে উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন ও উত্তরা ইউনিভার্সিটি পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।