নর্থ সাউথের ভর্তি পরীক্ষা সম্পন্ন, জানা গেল ফল প্রকাশের সময়

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ২০২৩ সালের সামার সেমিস্টারের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বিভাগের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষায় সাত হাজার ছয় জন শিক্ষার্থী অংশ নেন। ২৬০ জন শিক্ষক ও ২০০ জন কর্মকর্তা ভর্তি পরীক্ষা পরিচালনা করেন। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। অভিভাবকেরা সন্তানদের নিয়ে আসেন ও পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে অবস্থান করেন। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম ইসমাইল হোসেন, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, স্কুল অব হেলথ এন্ড লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক হাসান মাহমুদ রেজা, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক জাবেদ বারী, ডিন, স্কুল অব হুমনিটিজ এন্ড সোশ্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক আবদুর রব খান, অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্রাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী  ও বিভিন্ন ডিপার্টমেন্টের পরিচালকেরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তারা।

সহউপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিনেরা অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের পক্ষে তারা শুভকামনা জানান। এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence