‘করোনা যোদ্ধা’ প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের তথ্য নিচ্ছে অধিদপ্তর

মহামারি করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় দায়িত্ব পালনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে অনলাইন ডাটাবেজ তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ডাটাবেজে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য এন্ট্রি করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভাগীয় উপ-পরিচালকদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায় থেকে এ ডাটাবেজে তথ্য এন্ট্রি করা যাবে। তথ্য এন্ট্রি করার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বিভাগীয় উপ-পরিচালকদের।

জানা গেছে, ডাটাবেজে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য এন্ট্রি করার গাইডলাইনও বিভাগীয় উপ-পরিচালকদের পাঠানো হয়েছে। আর দেয়া হয়েছে ডাটাবেজের পাসওয়ার্ড। আগামী ৭ কর্মদিবসের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্ব পালন করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য করোনা যোদ্ধা ওয়েবসাইটে এন্ট্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিভাগীয় উপপরিচালকদের। এছাড়া তথ্য এন্ট্রির বিষয়টি নিবিড়ভাবে পরীবিক্ষণ করতে বলা হয়েছে তাদের

ডাটাবেজ দেখতে ক্লিক করুন: