করোনার ছুটিতে প্রাথমিক শিক্ষকদের বেতন, যা বললেন ডিজি

সাধারণত প্রতি মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যেই বেতন পান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের ঘোষিত সাধারণ ছুটির কারণে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক শিক্ষক।

তবে শঙ্কায় থাকা শিক্ষকদের জন্য সুখবর দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্ততের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ।  করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও শিক্ষকদের বেতন প্রদানে কোনো বিলম্ব হবে না বলে জানান প্রাথমিকের ডিজি। 

রোববার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, “শিক্ষকদের বেতনের অর্থ ছাড় করা হয়েছে। আগের মতোই নির্দিষ্ট সময়ে তাদের অ্যাকাউন্টে বেতন জমা হবে। এ বিষয়ে শঙ্কার কিছু নেই।”


সর্বশেষ সংবাদ