সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো উপজেলা শিক্ষা অফিসারের

  © ফাইল ফটো

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সদর উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি ৫ম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী বড় মেয়ে, ৪ বয়সী কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০৬ সালে নিয়োগ প্রাপ্ত একজন উপজেলা অফিসার ছিলেন।

শুক্রবার সকালে মাইজদীস্থ বাসা থেকে সিএনজিযোগে নিজ বাড়িতে যাওয়ার সময় গাবুয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকের আঘাতে মারাত্মকভাবে তিনি আহত হন। প্রথমে তাঁকে নোয়াখালীর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হলে চিকিৎসকগণ দ্রুত ঢাকায় প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতাল বিকাল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলার সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলীম ভূইয়া সুজন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ