প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের ভোট চলছে

চট্টগ্রামের লোগাড়ার আমিরাবাদ জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট’স কাউন্সিলের ভোট চলছে
চট্টগ্রামের লোগাড়ার আমিরাবাদ জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট’স কাউন্সিলের ভোট চলছে  © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই নির্বাচন। আর ভোটগ্রহণ চলবে বেলা ১টা পর্যন্ত। খুদে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই ভোটের আয়োজন।

সকাল থেকে খুদে ভোটারদের কলকাকলিতে মেতে উঠেছে দেশের ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গণ। এই নির্বাচনে ভোট দিচ্ছে মোট ৭৬ লাখ ৬২ হাজারের বেশি খুদে শিক্ষার্থী। আর আট লাখ ২৭ হাজারের বেশি প্রাথমিকের প্রার্থী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান জানান, শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে ২০১০ সালে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ সাল থেকে সারা দেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে এ বছরও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ