মুজিববর্ষে প্রাথমিকের ৪ লাখ শিক্ষার্থীর জন্য মিড-ডে মিল

  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়মুজিববর্ষে দেশের ১৬টি উপজেলার ২ হাজার ১৬৬ প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ১০ হাজার ২৩৮ শিক্ষার্থীর জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করবে সরকার। বর্ষ শুরুর আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বলেন, ‘বর্তমানে দেশের ১৬টি উপজেলার ৪০০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কার্যক্রম চলমান আছে। মুজিববর্ষে এই ১৬টি উপজেলার মোট ২ হাজার ১৬৬টি বিদ্যালয়ে ৪ লাখ ১০ হাজার ২৩৮ শিক্ষার্থীকে মিড-ডে মিল কার্যক্রমের আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে গত ৭ জানুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় ৩৩টি বিদ্যালয়ে রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান সচিব। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, ক্লাসে ছাত্রছাত্রী ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে সব শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের মধ্যে সারাদেশের স্কুলগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ‘জাতীয় স্কুল মিল নীতিমালা-২০১৯’ -এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ