সন্তান না হওয়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা

প্রতীকী
প্রতীকী

রাজশাহীর বাঘায় এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিয়ের পর তার কোন সন্তান না হওয়ায় বেশ কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন তিনি। হতাশা থেকেই ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওই শিক্ষকের নাম সাইফুল ইসলাম (৫৮)। তিনি উপজেলা খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাউসা মিয়াপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে।

জানা যায়, স্কুল শিক্ষক সাইফুল ইসলামের কোনো সন্তান না হওয়ায় মানষিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাকে পাবনা মানষিক হাসপাতালসহ ভারতের বিভিন্নস্থানে চিকিৎসাও করানো হয়েছে। তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আরিক রেজা সরকার বলেন, তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ সংবাদ