মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত

নেত্রকোনা পৌরশহরে অবহেলিত দুস্থ পরিবারের শিশুদের প্রাক-প্রাথমিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সফলভাবে এগিয়ে চলছে। আলোর মুখ দেখছে এলাকার শিক্ষবঞ্চিত অসংখ্য শিশু।

হিন্দুকল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে চকপাড়া এলাকায় সুইপার কলোনির মন্দিরভিত্তিক শিক্ষকেন্দ্রে পঞ্চম পর্যায়ে বার্ষিক মূল্যায়ন পরিক্ষা ৭ ডিসেম্বর সমাপ্ত হয়। এ পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষাকেন্দ্রে প্রত্যবেক্ষকের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সবিতা রজক।

পরীক্ষা চলাকালীন সময়ে জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার আবদুল ওয়াদুদ শেখ, পৌরসভার পরিদর্শক জহিরুল হক খান,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা নির্মল কুমার দাস, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান চৌধুরী, মাস্টার ট্রেইনার (টিএলএম) চন্দন কুমার মিশ্র, জেলা হরিজন ঐক্য পরিষদের নেতা রতন সরদার উপস্থিত ছিলেন। তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ