মাঠে খেলতে না দেয়ায় থানায় এসে কেঁদে কেঁদে অভিযোগ শিক্ষার্থীর

 আহম্মেদ বিন কাদেরী
আহম্মেদ বিন কাদেরী  © সংগৃহীত

মাঠে খেলতে না দেয়ায় থানায় এসে কেঁদে কেঁদে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর অভিযোগ করেছে ৭ বছরের শিশু আহম্মেদ বিন কাদেরী। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় এসে অভিযোগের এ ঘটনা ঘটে। এতো অল্প বয়সে কাদেরী একাই থানায় এসে যে অভিযোগ করেছে তা দেখে হতভম্ব হয়ে পড়েন অনেকেই।

জেলার নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অভিযোগকারী শিশু কাদেরী।

নাচোল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরী ও তার সহপাঠীরা পাশের মাঠে খেলতে যায়। এ সময় ওই মহল্লার গৃহবধূ মমতাজ ও মাসুদা তাদের খেলতে বাধা দেয়।

বিষয়টি মেনে নিতে পারেনি শিশু কাদেরী। সে থানায় এসে কেঁদে কেঁদে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। কাদেরীর এমন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনিসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা। পরে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় ডেকে এনে কাদেরীর বিষয়টি সমাধান করা হয়।

 


সর্বশেষ সংবাদ