উচ্চ ধাপে বেতন নির্ধারণ: লিখিত প্রস্তাবনা চায় অধিদপ্তর

ডিপিই পরিচালক (প্রশাসন) সাবের হোসেন ও পরিচালক (পলিসি) ড. খান মো. নুরুল আমিন
ডিপিই পরিচালক (প্রশাসন) সাবের হোসেন ও পরিচালক (পলিসি) ড. খান মো. নুরুল আমিন  © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নতুন গ্রেডে যেন কমে না যায় সেজন্য সজাগ রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে শিক্ষকদের দাবিসমূহ পূরণে আন্তরিকতা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। নতুন গ্রেডের বেতন যেভাবে নির্ধারণ করলে কমবে না বলে শিক্ষকরা মনে করেন— এর একটি প্রস্তাবনা দেয়ার জন্য বলা হয়েছে। যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

আজ বুধবার বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন ও পরিচালক (পলিসি) ড. খান মো. নুরুল আমিনের সাথে আলোচনা সভায় বসেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নেতরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেনের নির্দেশনা ও অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতের পরামর্শক্রমে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনার পর প্রাথমিক শিক্ষকদের উন্নীত স্কেল যেন উচ্চধাপে নির্ধারণ করা হয়, সেই বিষয়ে ডিপিই থেকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ; কোন শর্ত ছাড়া সকল শিক্ষককেই যেন উন্নীত স্কেলের সুবিধা প্রদান করা হয়, সেই বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ; প্রাথমিক শিক্ষকদের বদলি জানুয়ারি-মার্চ নয়, সারা বছর যেন চলমান থাকে তা কার্যকর করা; রমজানের ছুটি নয়, চাকরিতে যোগদান অনুযায়ী প্রতি ৩ বছর পূর্তিতে শ্রান্তি বিনোদন ভাতা প্রদানসহ শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের বৈঠকে আলোচনা হয়।

আজকের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসু মনে করছেন শিক্ষক প্রতিনিধিরা। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তারা খুবই আন্তরিক। তারা জানিয়েছেন, শিক্ষকদের যেকোন সুবিধা-অসুবিধা, দাবি-দাওয়া নিয়ে অধিদপ্তরে আসবেন। আমরা যথাসাধ্য তা সমাধানের ব্যবস্থা করব। একইসঙ্গে নতুন গ্রেডে বেতন নির্ধারণে যেন কমে না যায় সেজন্য শিক্ষকদের কোন দাবি থাকলে তা প্রস্তাবনা আকারে প্রেরণ করতে বলেছেন।

বেতন নির্ধারণে নিয়ে শিক্ষকদের প্রস্তাবনা কবে প্রেরণ করা হচ্ছে জানতে চাইলে মো. বদরুল আলম বলেন, আমরা শিক্ষক নেতারা অধিদপ্তরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। এখন বেতন ফিক্সেশনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তা নির্ধারণ করা হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে তা প্রেরণ করা হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, প্রধান মুখপাত্র মো. বদরুল আলম, প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা প্রমুখ।


সর্বশেষ সংবাদ