রোববার শুরু প্রাথমিক-ইবতেদায়ী সমাপনী, এবার কমছে পরীক্ষার্থী

রবিবার শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষার আসনে বসবেন ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ শিক্ষার্থী। গত বছর পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৬ হাজার ২৭০ জন। এবার উভয় পরীক্ষায় পরীক্ষার্থী  গত বছরের তুলনায় এক লাখ ৯২ হাজার ৬৩২ জন কমেছে। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দুটি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।’


সর্বশেষ সংবাদ