প্রধানমন্ত্রীর সাক্ষাত চায় আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা

  © টিডিসি ফটো

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তি করণের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবীতে গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা। এরআগে গতকাল আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষামন্ত্রীর অনুরোধের পর শিক্ষক-কর্মচারীরা অনশন কর্মসূচি আগামী রোববার (২০ অক্টোবর) পর্যন্ত স্থগিত করেন।

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচি থেকে জুমার নামাজ আদায়ের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত থেকে অনশন কর্মসূচি শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক পর্যন্ত স্থগিত করা হলেও প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

গণ অবস্থান কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও নীতিমালা ২০১৮’র বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন শিক্ষক নেতারা।

এসময় সংগঠনের সভাপতি ও সম্পাদক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আন্দোলন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে ঢাকায় এসে চলমান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ